ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তথ‌্য প্রতিমন্ত্রীর আক্ষেপ: বিটিভি ছাড়া কেউ দেখায় না

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ‌্য প্রতিমন্ত্রীর আক্ষেপ: বিটিভি ছাড়া কেউ দেখায় না

খোদ তথ‌্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান আক্ষেপ করে বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিভি ছাড়া তাঁর উপস্থিতিতে কোন অনুষ্ঠান কেউ দেখায় না। আকুতি করেছেন, তাকে নিয়ে একটু ভাবার।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বার্তাপ্রধানদের সঙ্গে (বেসরকারি টেলিভিশন চ্যানেল) মতবিনিময়কালে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‌‌বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়া কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল আমার প্রোগ্রাম (কর্মসূচি) কাভার করে না।’

তিনি বলেন, ‘গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনায় আমি কাজ করছি। আমি আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা চাচ্ছি। আপনারা আমাকে নিয়েও একটু ভাবুন।’

তিনি আরো বলেন, ‘অপূর্ণ ও অসম্পূর্ণ থাকব, যদি আমি আপনাদের সবার সদয় ও আন্তরিক সহযোগিতা না পাই। আপনারা আমাকে নিয়েও একটু ভাবুন। মন্ত্রী মহোদয় এ মন্ত্রণালয়ের অভিভাবক, উনি রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ তথ্য প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় ইস্যুতে কথা বলেন। আমার ওইভাবে এত কথা বলার প্রয়োজনীয়তা নেই। তারপরও উনি যখন থাকেন না বা বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন না, তখন আমাকে বলেন, আমি যাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মসূচিগুলো আমাদের পিআরও, পিএস, এপিএস আপনাদের কাছে পাঠাবেন। আপনারা যদি ক্যামেরা, রিপোর্টার পাঠান তবে অনুষ্ঠানটি কাভার হবে।

তিনি বলেন, অনেক অনুষ্ঠানে শুধু মাত্র বিটিভি যাচ্ছে, বিটিভি হয়তো বড় একটা অংশ কাভার করে রুরাল এরিয়ায়। আরবান এরিয়ায় প্রাইভেট চ্যানেলগুলোই মানুষ দেখে। এ কারণে আমার একটা বড় গ্যাপ হচ্ছে, এই গ্যাপগুলো না থাকুক, এটাই আমার প্রত্যাশা। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই গ্যাপ পূরণ সম্ভব নয়। এ জন্য বার্তাপ্রধানদের সহযোগিতা দরকার। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা চাই।’


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়