ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অক্টোবরের সেরা সাংবাদিকদের পুরস্কার দিল রাইজিংবিডি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অক্টোবরের সেরা সাংবাদিকদের পুরস্কার দিল রাইজিংবিডি

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের অক্টোবর মাসের সেরা সংবাদকর্মীদের পুরস্কার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেরা কর্মীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

এর আগে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাইজিংবিডির জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে ‘নিউ মিডিয়া ওয়ার্কশপ’ ও মতবিনিময় সভা হয়।

‘টাকায় মেলে এসএসসির রোল-রেজিস্ট্রেশন’ শীর্ষক প্রতিবেদনের জন্য সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কার পান জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মাহমুদ, ‘মদ পানেই মারা গেলেন মাদক কর্মকর্তা’ শীর্ষক প্রতিবেদনের জন্য সেরা মফস্বল প্রতিবেদকের পুরস্কার পান খুলনার মুহাম্মদ নূরুজ্জামান, ‘পাঁচ পয়সার ডাক্তার’ শীর্ষক প্রতিবেদন সম্পাদনার জন্য সেরা সহ-সম্পাদকের পুরস্কার পান জেষ্ঠ্য সহ-সম্পাদক ইবনুল কাইয়ুম সনি, ‘মনিপুরের স্বাধীনতা কোন পথে?’ শীর্ষক লেখার জন্য সেরা ফিচার লেখকের পুরস্কার পান জ‌্যেষ্ঠ সহ-সম্পাদক শাহেদ হোসেন এবং ‘এক কিংবদন্তির নোবেল না পাওয়ার গল্প’ শীর্ষক প্রতিবেদনের জন্য সেরা ক্যাম্পাস প্রতিনিধির পুরস্কার পান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা তাসনিম সুপ্তি। এছাড়া, সেরা লেখক (স্পেশাল ক্যাটাগরি) হিসেবে পুরস্কার পান বিনোদন প্রতিবেদক রাহাত রাইফুল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বাংলা চ্যানেলের (ডিবিসি) চেয়ারম্যান ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মিসেস ট্যুরিজম বাংলাদেশ ফারহানা আফরিন ঐশি, রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসান, উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, মনিটরিং উপদেষ্টা ফিরোজ আলম, সম্পাদক নওশের আলী, ফিচার সম্পাদক তাপস রায়, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবাল সোহবান চৌধুরী বলেন, ‘ওয়ালটন ঘরে ঘরে একটি সুপরিচিত নাম। দেশে তারা প্রতিষ্ঠিত নাম। ইলেক্ট্রনিক্স ও ঘরে ব্যবহৃত পণ্য তারা সুনামের সঙ্গে তৈরি করছে। শুধু ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নয়, রপ্তানির মাধ্যমে তারা বাংলাদেশের নাম বিদেশে পরিচয় করিয়ে দিচ্ছে।   তাদের প্রতিষ্ঠান রাইজিংবিডি। আমি প্রত্যাশা করি, রাইজিংবিডি ওয়ালটনের মতো সব মানুষের কাছে থাকবে।’

‘আগে বাংলাদেশকে চেনা হতো গার্মেন্টস পণ্য রপ্তানির কারণে। ক্রিকেটের কারণেও বিশ্বে বাংলাদেশের পরিচয় হয়েছে। ওয়ালটন ইলেক্ট্রনিক্স ও ঘরে ব্যবহার্য পণ্য রপ্তানি করছে। পর্যটনেও একসময় বাংলাদেশকে চিনবে বিশ্ব।  আমাদের সি বিচ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। আমাদের সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার রয়েছে।  এসব প্রত্নতাত্ত্বিক স্থাপনা দিয়ে আমাদের পর্যটনকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে হবে’, বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘ভাষার জন্য, স্বাধীনতার জন্য আমরা জীবন দিয়েছি। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বিশ্বের কাছে সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছি। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি। একসময় উন্নত দেশ হব।’

এস এম জাহিদ হাসান বলেন, ‘একটা সময় কাগজ ছাড়া পত্রিকা চিন্তা করা যেত না। কিন্তু এখন খবর হাতের মুঠোয় চলে এসেছে। সামনে অনলাইনের দিন। আমরা পজিটিভ সাংবাদিকতার পক্ষে এবং ভবিষ্যতেও থাকব।’

উদয় হাকিম বলেন, ‘আমরা যখন রাইজিংবিডি প্রতিষ্ঠা করি, তখন বাংলাদেশকে বলা হচ্ছিল ইমার্জিং কান্ট্রি। সেই ইমার্জিং বাংলাদেশ ধারণাকে ধারণ করে এটি প্রতিষ্ঠা হয়। আমরা হিট নয়, সংবাদের মান ও বস্তুনিষ্ঠতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য হয়তো আমাদের পাঠক কম। কিন্তু নির্ভরযোগ্য তথ্য পেতে মানুষ রাইজিংবিডির ওপরই ভরসা করেন।’

ফারহানা আফরিন ঐশি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রাইজিংবিডি সবসময় ভালো সংবাদ করুক। প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাক।’

আরো পড়ুন : ‘সাংবাদিকদের কলমে দূর হয় সমাজের কলঙ্ক’
              রাইজিংবিডিতে নিউ মিডিয়া ওয়ার্কশপ শুরু


ঢাকা/নূর/মাহি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়