ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিজেএফবি'র ভোট ৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিজেএফবি'র ভোট ৩ জানুয়ারি

পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এ প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে।

ভোটগ্রহণ করা হবে আগামী ৩ জানুয়ারি। বৃহস্পতিবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের আগে এজিএম অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩১ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি।

এ নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে একজন, সহ-সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সম্পাদক একজন, অর্থ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, প্রচার ও মানবসম্পদ সম্পাদক একজন এবং কার্যনির্বাহী সদস্য পদে তিন জনসহ মোট ১১ জনকে নির্বাচিত করা হবে।

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএফপি‘র ব্যুরো চিফ ম. শফিকুল আলাম এবং কমিশনার হিসেবে সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব ও বিআইবিএমের পাবলিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার খান এ মামুন দায়িত্ব পালন করবেন।


ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়