ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ বেতার শোনা যাবে ভারতে : তথ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ বেতার শোনা যাবে ভারতে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে শোনা যাবে বাংলাদেশ বেতার। বাংলাদেশ টেলিভিশনের মতো ভারতেও এটা সম্প্রচারিত হবে।  আশা করছি, এই মাসের মধ্যেই এটি আমরা করতে সক্ষম হবো।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গত এক বছরে অনেকগুলো কাজ আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। যেগুলো এর আগে এক যুগেও হয়নি। যেমন-ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর প্রচেষ্টা চালানো হচ্ছিল কয়েক যুগ আগে থেকে। কিন্তু সেটি সম্ভব হয়নি। গত বছর ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশন প্রদর্শিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন চ্যানেলগুলো ক্রোম নির্ধারণের জন্য বারংবার তাগাদা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে ক্রোম নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী প্রদর্শন করা হচ্ছে। বিদেশি টেলিভিশনে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছিল, সেটি আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। একই সাথে, বেশ কিছু চ‌্যানেলে অনুমতি ছাড়াই বিদেশি সিরিয়াল প্রদর্শিত হচ্ছিল। যেটি একটি নিয়ম নীতির মধ্যে আনতে আমরা সক্ষম হয়েছি। এখন বিদেশে সিরিয়াল প্রদর্শন করার জন্য একটি কমিটির অনুমতি নিতে হয়।’


ঢাকা/ আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়