ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কঠোর পরিশ্রমের জায়গা সাংবাদিকতা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কঠোর পরিশ্রমের জায়গা সাংবাদিকতা’

বার্তা২৪ ডট কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন বলেছেন, সাংবাদিকতা কঠোর পরিশ্রমের জায়গা, যে পরিশ্রম করতে পারবে সেই সফল হবে।  

বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত নভেম্বর ও ডিসেম্বর (২০১৯) মাসের সেরা প্রতিবেদক, সেরা জেলা প্রতিনিধি ও সেরা লেখক (ক্যাম্পাস, ফিচার) পুরস্কার প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমগীর হোসেন বলেন, ‘পাঠক এখন দ্রুত সংবাদ জানতে চায়। পাঠকের চাহিদার পরিপ্রেক্ষিতেই বাড়ছে অনলাইন পোর্টালের জনপ্রিয়তা। এ অবস্থায় যিনি অনলাইনে খবর দেখছেন তিনিই অগ্রসর পাঠক। আর যিনি অনলাইনে কাজ করছেন তিনি অগ্রসর সাংবাদিক।’

তিনি বলেন, ‘বৃষ্টির ফাঁকফোকর আছে, থেমে থেমে বৃষ্টি হয়। শীতের কিন্তু ফাঁকফোকর নেই। সাংবাদিকতায়ও ফাঁকফোকর নেই। এখন পাঠক বড় নিউজ পড়তে চায় না। নিউজ হবে সর্বোচ্চ ২৫০ থেকে ৩০০ শব্দের। একটি পোগ্রামের একাধিক অ্যাঙ্গেলে নিউজ করতে হবে। এসব নিউজ পাঠক গুরুত্বের সাথে পড়বে। ডেস্কে যারা কাজ করে এবং ফিচার লেখক তাদের মাঠে গিয়ে প্রতিবেদন করতে হবে। তাহলে কাজে আরো গতি আসবে।’

বার্তা২৪.কমের এডিটর ইন চিফ বলেন, ‘একটি প্রতিষ্ঠানকে দাঁড় করানো খুব কঠিন। তবে আপন মনে করে কাজ করলে অব্যশই প্রতিষ্ঠান দাঁড়াবে। ওয়ালটন বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান। আমি আশা করি, ওয়ালটনের মতো রাইজিংবিডিও ভালো অবস্থানে পৌঁছাবে।’

তিনি বলেন, ‘দেশের সেরা সংবাদপত্র দৈনিক ইত্তেফাকে ৩৩ বছর কাজ করেছি। এরপর দেশের প্রথম অনলাইন ভিত্তিক সংবাদ সংস্থা বিডিনিউজ২৪ডটকম, পরে বাংলানিউজ প্রতিষ্ঠা করি। প্রথমে পাঠক প্রিয় না হলেও আজ দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল।’

তিনি বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালের কারণে দেশে মুক্ত সাংবাদিকতার চর্চা ব্যাপকহারে বেড়েছে। শুধু শহর নয়, গ্রাম এমনকি দুর্গম দ্বীপ থেকেও সাধারণ মানুষ এখন মোবাইল ফোনে ছবি পাঠাচ্ছে। অনলাইনসহ বিভিন্ন ধারার সংবাদমাধ্যম যাচাই সাপেক্ষে সেসব গ্রহণও করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান। এছাড়া, উপস্থিত ছিলেন উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, মনিটরিং উপদেষ্টা ফিরোজ আলমসহ রাইজিংবিডির সাংবাদিকরা। 


ঢাকা/আসাদ/মামুন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়