ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামিন পেলেন মতিউর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিন পেলেন মতিউর রহমান চৌধুরী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মতিউর রহমান চৌধুরী হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন দেন।  আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মানবজমিন সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।

 

মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়