ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাংবাদিকদের আলাদা কার্ডের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের আলাদা কার্ডের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলাচল সীমিত করার সরকারের কঠোর পদক্ষেপের সময় সাংবাদিকদের দায়িত্ব পালনে আলাদা অনুমতিপত্র বা কার্ডের প্রয়োজন নেই বলে মনে করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি একথা বলেন। এর আগে তিনি সচিবালয় বিটের সাংবাদিক প্রতিনিধিদের কাছে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাংবাদিকদের যে কার্ড আছে, সেটিই যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেওয়া হয়, তিনি অন-ডিউটি, তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কার্ডের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ একজন সাংবাদিক যখন অন-ডিউটি, তখন তাকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি।’


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়