ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে বিএফইউজের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে বিএফইউজের শোক

যশোরের প্রথিতযশা সাংবাদিক ও কবি ফখরে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এ শোক প্রকাশ করেন।

বহুমুখী প্রতিভার অধিকারী সিনিয়র সাংবাদিক ও কবি ফখরে আলম বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।  সর্বশেষ তিনি দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ বলেন, ফখরে আলমের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।  সাংবাদিকতা, গবেষণা ও সাহিত্য ক্ষেত্রে তার ছিল অসামান্য অবদান। সাংবাদিক সমাজ তার এ অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আট বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ফখরে আলম।  তিনি মা রওশন আরা বেগম, স্ত্রী নাসিমা আলম, কন্যা নাজিফা আলম মাটি ও পুত্র ফাহমিদ হুদা বিজয়সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।  ফখরে আলম ১৯৬১ সালের ২১ জুন যশোরে জন্মগ্রহণ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সাপ্তাহিক রোববার, আজকের কাগজ, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায় দিন ও সর্বশেষ কালের কণ্ঠ  দায়িত্ব পালন করেছেন।

 

এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়