ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন বাংলাদেশের খবরের ফটো সাংবাদিক এম মিজানুর রহমান খান।

বুধবার (২০ মে) বাংলাদেশের খবরের সিনিয়র সাব এডিটর এম জহিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, মিজানুর রহমান খান অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা পরীক্ষা করাতে গিয়েছিলেন।  সেখানে অপেক্ষারত অবস্থায় অসুস্থ বোধ করেন, এক পর্যায়ে পড়ে যান। 

জহিরুল ইসলাম জানান, পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।  সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা জানান, মিজানুর রহমান খান ডিআরইউতে করোনা পরীক্ষা করাতে এসে পড়ে গেলে পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করা হয়।  সেখানে তিনি মারা যান।

মিজানুর রহমান খান জ্বর, ঠান্ডা, কাশিতে ভুগছিলেন।  বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন তিনি


মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়