ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মারা গেলেন আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মারা গেলেন আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু

আগুনে দগ্ধ হয়ে দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন।

শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০মিনিটে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে রাজধানীর বাড্ডার আফতাবনগরে তার বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে তিনি দগ্ধ হন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘মোয়াজ্জেম হোসেন নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। আমরা সব ধরনের চেষ্টা করেছি। খাদ্যনালী পুড়ে যাওয়ায় তিনি মারা গেছেন।’

উল্লেখ্য, গত জানুয়ারিতে নান্নুর বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান তার একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক এ সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

 

ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়