ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গণমাধ্যমে ছাঁটাইয়ের প্রতিবাদে ডিইউজের সমাবেশ ১৮ জুলাই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গণমাধ্যমে ছাঁটাইয়ের প্রতিবাদে ডিইউজের সমাবেশ ১৮ জুলাই

গণমাধ্যমে ছাঁটাইয়ের প্রতিবাদে ১৮ জুলাই সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিক সমাবেশ করবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ এ কর্মসূচি ঘোষণা করেন।  সভা থেকে তিনি বাংলাদেশের খবর পত্রিকার প্রকাশনা অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন।

কুদ্দুস আফ্রাদ বলেন, করোনা দুর্যোগের মধ্যে বিভিন্ন গণমাধ্যম ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে।  আইন না মেনে এক ধরনের অস্থিরতা তৈরির মাধ্যমে কাজের পরিবেশ নষ্ট করছে।  কোনও কোনও ক্ষেত্রে বেতন-ভাতা পরিশোধ না করে কর্মস্থলে প্রবেশে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ।  এদের সামাজিক ও আইনিভাবে প্রতিরোধ করতে হবে।

ডিইউজের নির্বাহী পরিষদ সভায় সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণমাধ্যমে অস্থিরতা নিরসন করতে হবে। ১৫ জুলাইয়ের মধ্যে ঈদ উৎসব ভাতা পরিশোধের দাবি জানান। গণমাধ্যমে যাতে কোনও ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি না হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় করোনা দুর্যোগে অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। 

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সুরইয়া অনু, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, সলিমুল্লাহ সেলিম, এম শাহজাহান মিয়া, অনুপ কুমার খাস্তগীর, জুবায়ের রহমান চৌধুরী, দৈনিক জনতার ডেপুটি ইউনিট চিফ জাহাঙ্গীর খান বাবু।


নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়