ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুজিববর্ষ: গোপালগঞ্জে কৃষি সেবা ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষ: গোপালগঞ্জে কৃষি সেবা ক্যাম্পেইন

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জনগণের দোরগোড়ায় সেবা কর্মসূচির আওতায় ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।

গোপালগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন এ ক্যাম্পেইনের আয়োজন করে।

মঙ্গলবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার মাঠে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া বক্তব্য রাখেন। পরে অতিথিরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের স্টল পরিদর্শন করেন।

এ ওয়ান স্টপ সা‌র্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক যাবতীয় সেবা ও পরামর্শ নিতে পারছেন।


গোপালগঞ্জ/বাদল/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়