ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএসইতেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ডিএসইতে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার মতিঝিলে ডিএসইর ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমি ৪২ বছর ধরে এখানে (ডিএসই) আছি। কিন্তু কোনোদিন বঙ্গবন্ধুর কথা, মুক্তিযুদ্ধের কথা স্মরণ করা হয়নি। আমি মাঝে মাঝে মনে করতাম, এখানে মনে হয় রাজাকারের সংখ্যাই বেশি।’

তিনি বলেন, ‘দেশকে স্বাধীন করেছিলাম বলেই আজকে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দেশটা স্বাধীন করেছিলাম বলেই আপনারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে বিদেশি পাচার করে দিয়ে, বহাল তবিয়াতে আছেন। দেশটা স্বাধীন করেছিলাম বলেই আজকে আপনারা দেশের বাইরে বাড়ি-ঘর করে বহুত আরামে আছেন। যদি দেশ স্বাধীন না করতাম কোনো কিছুই করতে পারতেন না।’

অনুষ্ঠানে সংসদ সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ অনেক অমিত সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে। সেগুলোকে জাগিয়ে তোলার জন্যই মুজিববর্ষ। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী দেখছি। স্বাধীনতার ৫০ বছরও আমরা এই বাংলাদেশে উদযাপন করবো। এটা আমাদের জন্য বিরাট পাওয়া।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিএসইর স্বতন্ত্র পরিচালক ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহ্বায়ক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। আর ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।

অনুষ্ঠানে এছাড়া সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসইর সদস্য মুস্তাক আহমেদ সাদেক, খুজিস্তা নূর-ই নাহারিন মুন্নী প্রমুখ বক্তব্য রাখেন।


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়