ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুজিববর্ষে সাড়ে ৪২ হাজার ফলের চারা উপহার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষে সাড়ে ৪২ হাজার ফলের চারা উপহার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলার তৃণমূল মানুষের মাঝে ৪২ হাজার ৬০০ ফলের চারা উপহার প্রদান করা হবে।

মুজিববর্ষ উপলক্ষে ৫ জুন পরিবেশ দিবসে এ উপহার দেয়া হবে।

বনবিভাগের শায়েস্তাগঞ্জ ফরেস্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল খালিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমলকি, হরিতকি, বহেরা, ডালিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪২ হাজার ৬০০ ফলের চারা উৎপাদনের জন্য বীজ বপন করা হয়েছে। বীজ থেকে দ্রুত চারার উৎপাদনের জন্য নিবিড়ভাবে পরিচর্যা করা হচ্ছে।

পরিচর্যার দায়িত্ব থাকায় রেঞ্জ অফিসের কর্মকর্তারা জানান, উন্নত জাতের বীজ বপন করা হয়েছে। দ্রুত সময়ে বীজ থেকে চারা উৎপাদন হবে। এ চারা থেকে ভালমানের ফল আসবে। এতে কোন প্রকারের কেমিক্যাল ব্যবহার করার প্রয়োজন হবে না।

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর আগে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে পতিত জমিতে এসব ফল গাছ রোপণ করে উন্নতমানের ফল খেতে পারবে তৃণমূল লোকেরা।


মামুন/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়