ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুজিববর্ষে বিদেশি অতিথি, জানাবেন পররাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষে বিদেশি অতিথি, জানাবেন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের প্রভাবে জনস্বার্থে সীমিত আকারে মুজিববর্ষের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তের পর বিদেশি অতিথিরা আসছেন কি না; আসলেও কখন কিভাবে আসবেন সেই বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের বিদেশি অতিথি যারা আসার কথা ছিলো, আগামীকাল (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রী আপনাদের ব্রিফ করবেন। আমাদের অনেক প্রোগ্রাম আছে। সেখানে অনেকে আসবেন। তবে বিদেশি অতিথি সংশ্লিষ্ট বিষয় আসলে তারাই (পররাষ্ট্র মন্ত্রণালয়) আপনাদের অবহিত করবেন।’

২৬ মার্চের প্রোগ্রামও সীমিত আকারে করার চিন্তাভাবনা চলছে কি না—জানতে চাইলে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘এই বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে আপাতত আমরা ১৭ মার্চের প্রোগ্রাম নিয়ে দৃষ্টি দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশের জনগণ এবং যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু এই উৎসবে যোগ দিতে চান। আমরা এখন যে প্রোগ্রাম সাজাবো তার মাধ্যমেও সেখানে সাধারণ মানুষ জন্মশতবার্ষিকীর সঙ্গে আত্মিকভাবে তাদের একটা যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারবে।’

মুজিববর্ষের উৎসবের সঙ্গে সরকার ও বাস্তবায়ন কমিটি জনগণকে সেবা ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করবে জানিয়ে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বছরব্যাপী সেসব অনুষ্ঠানের মাধ্যমে তা দৃশ্যমান হবে।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়