ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুজিববর্ষের অনুষ্ঠান ভিডিও'র মাধ্যমে দেশ-বিদেশে সংযোগ থাকবে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষের অনুষ্ঠান ভিডিও'র মাধ্যমে দেশ-বিদেশে সংযোগ থাকবে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চেই মুজিববর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়া, অনুষ্ঠান অনলাইনে ভিডিও স্ট্রিমিং কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সংযোগ থাকবে।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মুজিববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটি’ সভা শেষে ড. মোমেন এ কথা জানান। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান সীমিত করা হচ্ছে। তাই অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। বছরব্যাপী মুজিববর্ষের অনুষ্ঠান করা হবে, সার্বিক পরিবেশের উন্নতি হলে পরবর্তী সময়ে আমাদের বড় অনুষ্ঠানের চিন্তা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বে করোনাভাইরাসের কারণে জাতিসংঘসহ অন্যান্য সংস্থা অনেক অনুষ্ঠান স্থগিত করেছে। আমাদের মন্ত্রণালয় দেশ সফর সীমিত করেছে।’

মন্ত্রী বলেন, ‘নির্ধারিত ওই দিনেই আমাদের অনুষ্ঠান হবে। এক্ষেত্রে আমাদের অনুষ্ঠানমালার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেদিন আমাদের বড় কোনো গণজমায়েতের চিন্তা নেই, তবে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে অনুষ্ঠান সংযোগ থাকবে। আমাদের অনুষ্ঠানের মধ্যে আরো ছিল ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন, ২০ মার্চ শিশুদের সঙ্গীত, ২৬ মার্চ ও ২৭ মার্চ বিদেশি অতিথিদের নিয়ে অনুষ্ঠান । সবগুলোই জনসমাগম এড়িয়ে করা হবে। অনুষ্ঠানে থাকবে রক্তদান, মিলাদ মাহফিল, রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বক্তব্য, শেখ রেহানার শুভেচ্ছা বক্তব্য।’

মোমেন বলেন, ‘আমরা ছয়টি দেশের (চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড) ব্যাপারে বিশেষ নজর রাখছি। সেসব দেশ থেকে আমাদের দেশে আসতে মেডিক্যাল টেস্ট করার কথা বলেছি। অন্যান্য দেশের বসবাসরতদের জরুরি না হলে দেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।’

 

ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়