ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএসটিআই’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএসটিআই’র শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনে (বিএসটিআই) স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিএসটিআই মহাপরিচালক জাতির পিতার স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও)-এর সদস্যপদ লাভ করে। গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্ব বাজারে বাংলাদেশের পণ্যের বাজার সুদৃঢ় করার লক্ষ্যে তিনি এ প্রচেষ্টা গ্রহণ করেন।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসটিআই’র মাহাখালীস্থ কোয়ার্টার্স জামে মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 

ঢাকা/হাসিবুল/জেনিস 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়