ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুজিববর্ষে ২ কোটি গাছ লাগাবে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষে ২ কোটি গাছ লাগাবে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে দুই কোটি গাছ লাগাবে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চায় না সরকার।’ এই বর্ষ উপলক্ষে ইতিবাচক কর্মসূচি নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কিছু ইতিবাচক কর্মসূচি গ্রহণ করেছে। তারমধ্যে পুরো শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অন্যতম।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়