ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

'কোটি মানুষের কণ্ঠস্বর' মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'কোটি মানুষের কণ্ঠস্বর' মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা 'কোটি মানুষের কণ্ঠস্বর'র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তিনি স্মরণিকাটির মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কমিটি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি 'কোটি মানুষের কণ্ঠস্বর' শিরোনামে স্মরণিকাটি প্রকাশ করেছে।
 


একই মলাটের মধ্যে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত 'কোটি মানুষের কণ্ঠস্বর' ইংরেজিতে 'ভয়েস অব মিলিয়ন্স' স্মরণিকার বিষয়বস্তুর মধ্যে রয়েছে; শেখ রেহানার কবিতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত সচিত্র জীবনী, স্মরণিকায় নিবন্ধ বা স্মৃতিকথা লিখেছেন শেখ হাসিনা, শেখ রেহানা, প্রণব মুখার্জি, অক্সফামের সাবেক কর্মকর্তা জুলিয়ান ফ্রান্সিস, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সৈয়দ বদরুল আহসান।

এছাড়া রয়েছে বঙ্গবন্ধুর স্মরণীয় বাণী, বঙ্গবন্ধু সম্পর্কে বিশিষ্টজনদের স্মরণীয় উক্তি, বাঙালির মুক্তির সনদ ছয়দফা, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা, জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ, বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থসমূহের পরিচিতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বঙ্গবন্ধুর  জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যদের নামের তালিকা।

 

ঢাকা/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়