ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরাজের ঘূর্ণিতে ১১৩ রানেই অলআউট ঢাকা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরাজের ঘূর্ণিতে ১১৩ রানেই অলআউট ঢাকা

৭ উইকেট নেওয়া মিরাজের নেতৃত্বে মাঠ ছাড়ছে খুলনা দল (ছবি : মিলটন আহমেদ)

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড মাঠে গড়িয়েছে আজ বুধবার। ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগের।

শীতের কুয়াশা ঘেরা সকালে ম্যাচটি ৯ টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। ঘন কুয়াশা কেটে যখন মাঠ খেলার উপযুক্ত হল তখন ঘড়ির কাঁটায় দুপুর ১২টা ৪৫ মিনিট! খুলনা বিভাগ টস জিতে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক কী কারণে টস জিতেও ব্যাটিং নেননি সেটার প্রমাণ দিয়েছেন তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।


              ৭ উইকেট নেওয়া খুলনার মেহেদী হাসান মিরাজ (ছবি : মিলটন আহমেদ)​

মিরাজের ঘূর্ণি যাদুতে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি মো. শরীফের ঢাকা বিভাগ। বল হাতে ঢাকার ১০ উইকেটের ৭টিই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২টি নিয়েছেন মুস্তাফিজুর রহমান। অপর উইকেটটি নিয়েছেন অধিনায়ক আব্দুর রাজ্জাক রাজ। মিরাজ ১১.৪ ওভার বল করে ৫টি মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে ৭টি উইকেট নেন!

দুপুর ১২.৪৫ এ ব্যাট করতে নেমে বিকেল ৩.৫৩ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ঢাকা বিভাগের ইনিংস!

ব্যাট হাতে ঢাকা বিভাগের রকিবুল হাসান সর্বোচ্চ ২৮ রান করেন। ২১টি রান করেন শুভাগত হোম। নাজমুল অপু ১৪ ও শাহাদাত হোসেন ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।


                    মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে খুলনা দল (ছবি : মিলটন আহমেদ)

জবাবে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪.৫ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে। ঢাকা বিভাগের চেয়ে এখনো তারা ৯০ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন এনামুল হক বিজয় (১২) ও সৌম্য সরকার (১১)। তারা দুজন আগামীকাল দ্বিতীয় দিনে আবার ব্যাট করতে নামবেন।

অবশ্য আলো স্বল্পতার কারণে বিকেল ৪টা ২৮ মিনিটে দিনের খেলা শেষ করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালসরা। হালকা শৈত্য প্রবাহের এই সময়ে আগামীকাল বৃহস্পতিবার কখন খেলা শুরু হতে পারে সেটা দেখার বিষয়।



রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়