ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বর্ধমানে নজর কেড়েছে ‘জামাইষষ্ঠী’ সন্দেশ

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ধমানে নজর কেড়েছে ‘জামাইষষ্ঠী’ সন্দেশ

বর্ধমানের ‘জামাইষষ্ঠী’ লেখা বিশেষ সন্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : জামাই ষষ্ঠীর হাওয়া পশ্চিমবঙ্গে বেশ গরমই বলা যায়। আগের দিন থেকেই বাজারেও চলছে উত্তাপ। জামাইদের খাওয়ানোর সব উপকরণেই দরদামের পারদ অনেকটাই চড়া।

 

তবে মাত্রা ছাড়ানো গরমের কারণে দই আর কড়াপাকের মিষ্টিই যেন বাজি হয়ে উঠেছে বিক্রেতাদের কাছে। ছানার দাম রয়েছে অনেকটা আয়ত্তের মধ্যেই। তাই জামাইদের প্লেট ভরাতে নানা রকম মিষ্টি নিয়ে তৈরি মিষ্টি ব্যবসায়ীরা। বিশেষ করে বর্ধমানের চিত্র অনেকটা এমনই।

 

বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীদের এক্ষেত্রে সুনামও অনেক। বর্ধমান থেকে কালনা, হরেক রকম মিষ্টিতে ভরে উঠেছে দোকানের শো-কেস। বিখ্যাত কেশর সন্দেশের পাশাপাশি এবারও নজর কেড়েছে ‘জামাইষষ্ঠী’ লেখা বিশেষ সন্দেশ। বর্ধমানের বিসি রোড, আরবি ঘোষ রোড, বড় বাজারের মিষ্টির দোকানগুলোতে এখন এমনই দৃশ্যপট। অন্যান্য দিনের মতই দামেও নেই তেমন হেরফের।

 

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৫/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়