ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ১৩ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

গাবতলী বাস টার্মিনালের সামনে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঢাকা ছাড়ছে উৎসবপ্রেমী মানুষ। ক্লান্তিকর জীবন থেকে কিছু দিনের জন্য প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে নিজ নিজ বাড়িতে ছুটে যাচ্ছে সবাই।

 

সোমবার সকাল থেকে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। সকালে রাজধানীর বাস্ততম বাস টার্মিনাল গাবতলীতে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে ভিড় জমিয়েছেন যাত্রীরা।

 

অফিস-আদালত ছুটি না হলেও রাজধানীতে লেখাপড়া করতে আসা ছাত্র-ছাত্রীরা একটু আগেই গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন ঈদ করতে।

 

কথা হয় খুলনাগামী মোহাম্মদ রাইয়ানের সঙ্গে। তিনি বলেন, আমি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। সবার সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। অফিস-আদালত ছুটি হবে আগামী বৃহস্পতিবার থেকে।তখন খুব ভিড় হবে এই চিন্তা করেই আজ যাচ্ছি।

 

জানা গেছে, রাজধানীর তিনটি বড় বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী ছাড়াও উত্তরা, মিরপুর, শ্যামলী, কলাবাগান, মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর,  যাত্রাবাড়ীসহ অসংখ্য কাউন্টার থেকে বাস ছেড়ে যাচ্ছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৫/মিথুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়