ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেয়াদপূর্তির ২০ দিন আগে মাউশি ডিজি পেলেন গ্রেড-১

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ১৫ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়াদপূর্তির ২০ দিন আগে মাউশি ডিজি পেলেন গ্রেড-১

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অধ্যাপক ফাহিমা খাতুনের। অবশেষে অবসরপথযাত্রী এই ডিজিকে বিশেষ বিবেচনায় গ্রেড-১ দেওয়া হয়েছে।

 

২০১৩ সালের ৭ জানুয়ারি থেকে মাউশির মহাপরিচালকের পদে রয়েছেন ফাহিমা খাতুন।

 

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। অবিলম্বে আদেশ কার্যকর হবে বলে বলা হয়।

 

আদেশবলে এখন থেকে ফাহিমা খাতুন আর চলতি দায়িত্বের মহাপরিচালক নন, পূরোদস্তুর মহাপরিচালক।

 

তবে, গ্রেড-১ দেওয়ার সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগের কোনো যোগসূত্র নেই। গ্রেড-১ মানে তাকে একজন সচিবের মর্যাদা দেওয়া হলো।

 

মাউশি অধিদপ্তরের মহাপরিচালক পদটি গ্রেড-১ এর সমমর্যাদার। মানে পদটিতে নিয়োগপ্রাপ্তরা হবেন সচিব পর্যায়ের কেউ।

 

মাউশি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক একজন প্রফেসর অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। সিলেকশন গ্রেড পাওয়ায় তিনি এখন গ্রেড-১ এর সমমর্যাদার।

 

প্রসঙ্গত, মন্ত্রণালয়ের আদেশ জারির পর তিনিই শিক্ষা ক্যাডারের প্রথম ব্যক্তি যিনি গ্রেড-১-এর এ সম্মান পেলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৬/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়