ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোরবানিকে ঘিরে হাকিমপুরে কামারদের ব্যাস্ততা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১১ অক্টোবর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
কোরবানিকে ঘিরে হাকিমপুরে কামারদের ব্যাস্ততা

কোরবানিকে ঘিরে কামারদের ব্যস্ততা

হালিম আল রাজী
হিলি (দিনাজপুর), ১১ অক্টোবর: ঈদুল আযাহাকে সামনে রেখে ব্যাস্ত দিন কাটাচ্ছে হাকিমপুর উপজেলার কামার শিল্পীরা।

প্রতিদিন কামাররা দা ছুরি বটি তৈরী এবং মেরামতের কাজ করে যাচ্ছেন। হাতে অনেক কাজ। ব্যাস্ত সারাদিন। তাই নতুন কারো অর্ডার নিচ্ছে না তারা।  

সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বাংলাহিলি বাজারের কামাররা এখন মহাব্যাস্ত। শহরের হিলিবাজার, চারমাথামোড়, ছাতনিবাজারসহ কয়েকটি স্থানে রয়েছে কামারপাড়া। প্রতি রোববার ও বৃহস্পতিবার হাটের দিনে কামারা দোকান বসান। হাকিমপুরে প্রায় অর্ধশতাধিক কামার আছে।

প্রতিবছর কোরবানির ঈদ উপলক্ষ্যে দা, বটি, ছুরি ও ধামার ব্যাপক চাহিদা বেড়ে যায়।

কামারদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি দা ২‘শ টাকা থেকে ৩’শ টাকা, ছোট ছুরি ৬০ টাকা, বড় ছুড়ি ৪শত টাকা, বটি ১৫০ টাকা থেকে ৪শ’ টাকা করে বিক্রি করা হচ্ছে।

রাইজিংবিডি/ হালিম/ এমএস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়