ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীর সড়ক পরিষ্কার করতে রোড শো

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীর সড়ক পরিষ্কার করতে রোড শো

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে রূপ দিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করছে।

এরই অংশ হিসেবে ২০ জানুয়ারি ঢাকায় সড়ক পরিষ্কার ও রোড শোর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকা ক্লিন’।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন।

তিনি বলেন, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে আগামী ২০ জানুয়ারি ঢাকায় রোড শোর আয়োজন করা হয়েছে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার এবং রোড শো করা হবে।’

ফরিদ উদ্দিন আরো বলেন, ‘আমাদের চারপাশ ময়লা আবর্জনায় ভরা। এতে প্রধান ভূমিকা মানুষেরই। কারণ বেশিরভাগ সাধারণ মানুষ সড়কের পাশের ডাস্টবিন ব্যবহার করে না। বিভিন্ন কারখানা মালিক পরিবেশের কথা চিন্তা না করে বর্জ্য অপসারণ করে। আর এসবে মানুষের সচেতনতা খুবই কম। তাই উন্মুক্ত এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কুফল সম্পর্কে সচেতন করতেই আমরা এই আয়োজন করেছি।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক রাকিবুল হাসান নোমান, বাদশা ফয়সাল প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/আহমদ নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়