ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইসির নির্ধারিত সময়ের মধ্যে স্মার্টকার্ড বিতরণ সম্ভব নয়

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসির নির্ধারিত সময়ের মধ্যে স্মার্টকার্ড বিতরণ সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের নয় কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না বলে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই সংশয় প্রকাশ করেন।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের ৯ কোটি ভোটারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করার কথা থাকলেও তা হয়তো সম্ভব হবে না। স্মার্ট কার্ড বিতরনে যেভাবে কাজ করা হচ্ছে তাতে হয়তো আরও সময় লাগবে। এটা আগামী বছরের এপ্রিল-মে পর্যন্ত চলে যেতে পারে।’

তিনি বলেন, ‘কার্ডে নতুন কিছু তথ্য সমৃদ্ধ করা হচ্ছে যার কারনে সময়টা একটু বেশি লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে চট্টগ্রামে কার্ড দেওয়া শুরু হবে। এপ্রিল থেকে রাজশাহী ও খুলনা মহানগরী এলাকায়ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৭/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়