ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

২৫ মে হকারদের মহাসমাবেশ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ মে হকারদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক : হকার সমস্যার স্থায়ী সমাধানে আগামী ২৫ মে জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের মহাসমাবেশ ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কর্মসুচি দিয়েছেন হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের শেষ ঠিকানা। দুই মেয়র আমাদের সাথে বিরূপ আচরণ করেছেন। তাই আমাদের শেষ ঠিকানা এখন প্রধানমন্ত্রী। আমরা তার সাথে সাক্ষাৎ করবো এবং আমাদের সমস্যার কথা তুলে ধরব।

মঙ্গলবাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন সহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ আয়োজিত রমজান মাসে পূর্নদিবস হকারির সুযোগ দান এবং মামলা, হামলা, জেল-জরিমানা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আবুল হোসেন বলেন, ‘অসহায় হকারদের সাথে কঠোর আচরন করেছেন দুই মেয়র। বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন হকারদের কোন কথাই রাখেননি। তিনি একগুয়ে মনোভাব দেখিয়ে বুলডোজার দিয়ে জোর করে হকারদের উচ্ছেদ করেছেন। ইতোমধ্যে আমাদের ৬ জন হকার মৃত্যুবরণ করেছে। এর দায়ভার মেয়র সাঈদ খোকনকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘হকার সমস্যার সমাধান হলে হকাররা আর ব্যক্তি কাউকে চাঁদা না দিয়ে রশিদের মাধ্যমে সরকারকে চাঁদা দেবে।’

হকার সমস্যার স্থায়ী সমাধান করতে হকারদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেন এই হকার নেতা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, হকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আরিফ চৌধুরী, আব্দুর রাজ্জাক, আবুল কালাম জুয়েল।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৭/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়