ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশ সপ্তাহে ৩ জন পাচ্ছেন মরণোত্তর পদক

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ সপ্তাহে ৩ জন পাচ্ছেন মরণোত্তর পদক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের আতিয়া মহলে গ্রেনেড বিস্ফোরণে নিহত র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ তিনজনকে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম, সাহসিকতা) দেওয়া হবে। পুলিশ সপ্তাহে ৮ জানুয়ারি এ পদক গ্রহণ করবেন তাদের স্বজনরা।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, আজাদ ছাড়াও ২০১৭ সালের ২৪ মার্চের ওই অভিযানে পুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সর ও পরিদর্শক মনিরুল ইসলাম নিহত হন। তাদেরও মরণোত্তার পদক দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করতে পারেন।

এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবার পুলিশ সপ্তাহের নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেবেন। প্রথম দিন আনুষ্ঠানিকতা শেষে রাতে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।

আর প্রথম দিন সকালে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্সে প্যারেডে অভিবাদন গ্রহণ করবেন। এ জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।



রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়