ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রফেসর ইউনূসের শোক

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রফেসর ইউনূসের শোক

নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এস২-এজিইউ ফ্লাইটের দুঃখজনক দুর্ঘটনায় যাত্রী ও ক্রুদের প্রাণহানিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার এক শোকবাণীতে তিনি বলেন, ‘আমি মহান সৃষ্টিকর্তার নিকট দুর্ঘটনায় মৃতদের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। আমি তাদের শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তারা যেন এই অপূরণীয় শোক ও ক্ষতি কাটিয়ে উঠতে পারেন সেজন্যও মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, সোমবার দুপুরে ঢাকা থেকে নেপালগামী বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে গিয়ে রানওয়ের পূর্ব পাশে বিধ্বস্ত হয়। বিমানে ৭১ জন আরোহী ছিল। এর মধ্যে ৩৩ জন নেপালী। এখন পর্যন্ত এ ঘটনায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়