ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাউশিতে পয়লা বৈশাখ উদযাপন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাউশিতে পয়লা বৈশাখ উদযাপন

সচিবালয় প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে।

রোববার সকালে মাউশিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের পুরনো। বিভিন্ন সময়ে এ সংস্কৃতি বাধাগ্রস্ত হলেও এখন তা পরিপূর্ণভাবে বিকশিত হচ্ছে। ঔপনিবেশিক শাসকরা বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি মুছে দিয়েছে। কিন্তু বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেউ মুছে ফেলতে পারেনি।



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়