ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আঞ্চলিক কার্যালয়েই এনআইডি প্রিন্ট করা যাবে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আঞ্চলিক কার্যালয়েই এনআইডি প্রিন্ট করা যাবে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড এখন থেকে নিজ নিজ আঞ্চলিক কার্যালয়েই প্রিন্ট করা যাবে।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে দেওয়া হয়।

ইসি থেকে জানা গেছে, মাঠ পর্যায়ে পাঠানো নির্দেশনায় বলা হয়, এখন থেকে হারানো জাতীয় পরিচয়পত্র এনআইডি উইং বা ইটিআই ভবন হতে মুদ্রণ করা হবে না। এনআইডি উইং থেকে শুধু জরুরি সেবা দেওয়া হবে। এখন থেকে যদি কোনো হারানো কার্ড প্রাপ্তির আবেদন ইসি সচিবালয়ে পাঠানো হয়, তাহলে এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, ইতোমধ্যে হারানো কার্ড মুদ্রণের জন্য আঞ্চলিক অফিসের স্টাফদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এবং যেভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সেভাবে মুদ্রণ করতে হবে।

আঞ্চলিক পর্যায়ে হারানো আইডি কার্ড মুদ্রণে কারো কোনো সমস্যা হলে এনআইডি উইংয়ের আইসিটি শাখাকে জানাতে হবে। আইটি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অঞ্চলের দায়িত্বপ্রাপ্তরা হারানো কার্ড মুদ্রণের পদ্ধতি সম্পর্কে পার্শ্ববর্তী অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা নিতে পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়