ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘১৯৭১ : মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বিশ্ব’ সম্মেলন শুক্রবার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘১৯৭১ : মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বিশ্ব’ সম্মেলন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘১৯৭১ : মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বিশ্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র এ সম্মেলনের আয়োজন করেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের ২৬ জন গবেষক, বিশেষজ্ঞ, সাংবাদিক এই সম্মেলনে যোগ দিবেন। গত বছরও আমরা গণহত্যা বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছিলাম। আমরা গণহত্যার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছি।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশ যে গণহত্যার বিচার হয়েছে বিশ্বের আর কোনো দেশে এরকম নজির নেই। তাই নিঃসন্দেহে এই বিচারকার্য ভালো কাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার রায়, বেলজিয়ামের পাওলো কাসাকা, মিশরের মহসিন আরশি, ভারতের ড. কৌশিক বন্দ্যোপাধ্যায়, কম্বোডিয়ার কিউ ডং প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়