ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদল।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। এছাড়া গয়েশ্বর চন্দ্র রায়, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরকতউল্লাহ বুলুসহ ১০ সদস্য উপস্থিত রয়েছেন। বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এর পরদিন আজ ঐক্যফ্রন্টের নেতারা ইসির সঙ্গে বৈঠকে বসলেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়