ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ম্যান অব দ্য ম্যাচ হতে পারলে অবশ্যই ভালো লাগে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যান অব দ্য ম্যাচ হতে পারলে অবশ্যই ভালো লাগে

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডেতে নিজের দুইশতম ম্যাচ খেলতে নেমে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। তার মাইলফলকের ম্যাচে দাপুটে জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দলকে জিতিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভালো লাগার কথা বলেন মাশরাফি।

ওয়ানডেতে বাংলাদেশের শততম ম্যাচে সেরা খেলোয়াড়েরর পুরস্কার উঠেছিল মাশরাফির হাতে। আজ নিজের দুইশতম ম্যাচেও নাটকীয়ভাবে ম্যাচসেরা পুরস্কার উঠল দলীয় অধিনায়কের হাতে। এমন ঘটনা ভুলার মতো নয় জানিয়ে মাশিরাফি বলেন, ‘১০০তম ম্যাচেরটা মনে আছে বোধহয় ভারতের সাথে ম্যাচটি ছিল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এটা অনেক দিন  আগে ছিল। আজকেরটা তো সম্প্রতি হলো, ভুলার তো সুযোগ নাই। আসলে দুনিয়ায় কো এনসিডেন্ট বলে কিছু নাই, আমরা বানাই। ঘটনা ঘটে এই আর কি।’

হাঁটুর ইনজুরির সঙ্গে একের পর এক যুদ্ধ শেষে মাঠে ফিরে আসেন মাশরাফি। তার নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে সফল সময় পার করছে বাংলাদেশ দল। এই বয়সেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতাকে অন্যরকম ভালো লাগা বললেন ৩৫ বছর বয়সি তারকা। এ প্রসঙ্গে টাইগার দলপতি বলেন, ‘মাইলফলক আসলে ওইরকম কিছু মনে হচ্ছে না। তবে অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ হতে পারলে অবশ্যই ভালো লাগে। খুব স্বাভাবিক। বিশেষ করে ম্যাচটা জিততে পেরেছি।’



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়