ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সৈয়দ আশরাফের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈয়দ আশরাফের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার রাতে এক শোক বাণীতে তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন নির্লোভ রাজনীতিবিদ। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও নিঃস্বার্থ সমাজসেবীকে হারাল।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এলজিআরডি মন্ত্রী।

সৈয়দ আশরাফের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন  আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সৈয়দ আশরাফ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়