ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হজ ব্যবস্থাপনা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে: ধর্ম প্রতিমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হজ ব্যবস্থাপনা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে: ধর্ম প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন করতে চান নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। আরো ভালোভাবে দক্ষতার সঙ্গে মন্ত্রণালয় চালাতে চান তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পবিত্র হজ ব্যবস্থাপনা নিয়ে প্রতি বছর কথা ওঠে। আমি দায়িত্ব নিয়েছি, এখন আর কোনো কথা শুনতে চাই না। হজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে যাতে কোনো কথা না ওঠে। আমি চাই সুন্দরভাবে আল্লাহ ঘরের মেহমানগণ নিরাপদে সুন্দর ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করতে পারেন।

কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শেখ মো. আবদুল্লাহ বলেন, আমরা এই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করতে চাই। এজন্য আপনাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। নিষ্ঠার সঙ্গে কাজ করলে সব অসম্ভবই সম্ভব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই। তিনি গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।




রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়