ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোববার ঢাকায় আসছেন কোইকা প্রেসিডেন্ট

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোববার ঢাকায় আসছেন কোইকা প্রেসিডেন্ট

কূটনৈতিক প্রতিবেদক : আগামী ২০ জানুয়ারি রোববার চার দিনের সফরে ঢাকায় আসছেন কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা’র প্রেসিডেন্ট লি মাই কুয়াং।

১৯৯৩ সালে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এবারই প্রথম কোইকা প্রেসিডেন্ট সফরে আসছেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

কূটনৈতিক সূত্র জানায়, কোইকা প্রেসিডেন্ট ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বাংলাদেশে কোরিয়ার সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশে কোইকার বিপুল অর্থের বিনিয়োগ রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়