ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বস্তিবাসীর আবাসনের ব্যবস্থা করার ঘোষণা গণপূর্তমন্ত্রীর

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বস্তিবাসীর আবাসনের ব্যবস্থা করার ঘোষণা গণপূর্তমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বস্তিবাসীদের জন্য আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে কোনো সরকারের আমলে এ ব্যবস্থা করা হয়নি। দেশে কোনো ভাসমান মানুষ থাকবে না। শহরে বা গ্রামের রাস্তায় কোনো মানুষ ঘুমাবে না। আমরা সবার আবাসন ব্যবস্থা নিশ্চিত করবো।

মঙ্গলবার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার আবাসন। শহরের নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল। সে অঙ্গীকার বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আমার মন্ত্রণালয় কাজ করছে। আমরা নগরীর সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। গ্রামে এমন একটি বিপণি বিতান হবে, সেখানে সব থাকবে। একটি দোকানে সব পাওয়া যাবে। গ্রামবাসীদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি নিজেকে ক্ষমতাবান মনে করি না। দায়িত্বপ্রাপ্ত মনে করি। দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। বাংলাদেশের আবাসন প্রকল্পে ব্যাপক পরিবর্তন আনতে চাই। সিঙ্গাপুরের মানুষ পারলে আমরা কেনো পারবো না। উত্তরা, ঝিলমিল, পূর্বাচল প্রকল্প আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যদি কারো গাফিলতি দেখি, তাদের সেই দায়িত্ব নিতে হবে।’

প্রকল্পের চলমান কাজে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘ব্যর্থতা শুধু ঠিকাদারদের নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। কোনো ঠুনকো অজুহাতে যেনো কাজ থেমে না থাকে। আমি সংশ্লিষ্ট প্রজেক্টের ঠিকাদারদের দেখতে পাইনি। আজ উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের কিছু কাজে সন্তুষ্ট হতে পারিনি। দ্রুত প্রজেক্টের কাজ চালিয়ে যেতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ওয়াসার এমডি তাসকিন এ খান, রাজউক চেয়ারম্যান মো. আব্দুর রহমান।




রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়