ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিইসির মা আর নেই

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিইসির মা আর নেই

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মা বেগম আমেলা খানম আর নেই।

সোমবার নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। আমেলা খানম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এক শোক বার্তায় জানান, আমেলা খানমের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আমেলা খানম তিন ছেলে ও আট মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল ১২ ফেব্রুয়ারি তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/হাসিবুল/সাইফ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়