ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পোস্তগোলা সেতুতে দুর্ঘটনায় নিহত ৩

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোস্তগোলা সেতুতে দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পোস্তগোলা সেতুতে সালসাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাচ্চু মিয়া, তার ছেলে জোবায়েদ এবং অপর ব্যক্তি হলেন সৈয়দ আহমেদ। তারা দুর্ঘটনাকবলিত অটোরিকশার যাত্রী ছিলেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পোস্তগোলা ব্রিজের ওপরে সালসাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাচ্চু মিয়ার ভাই লিটন মিয়া জানান, জোবায়েদ অসুস্থ। তাকে কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে পোস্তগোলার একটি হাসপাতালে যাচ্ছিলেন তার ভাই বাচ্চু মিয়া।

জোবায়েদ মাংসের দোকানের কর্মচারী ছিলেন। তাদের বাসা কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিম নগরে। সৈয়দ আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি মেকানিক্যালের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/নূর/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়