ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কারো বাহবা পেতে ডাকসু নির্বাচন করিনি : নূর

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারো বাহবা পেতে ডাকসু নির্বাচন করিনি : নূর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর বলেছেন, ‘কারো বাহবা কিংবা প্রশংসা পাওয়ার জন্য সন্ত্রাসীদের হাতে বার বার রক্তাক্ত হয়েও কোটা সংস্কার, প্রশ্নফাঁস নিয়ে আন্দোলন কিংবা ডাকসু নির্বাচন করিনি।’

তিনি বলেন, ‘নৈতিকতা, দেশপ্রেম ও সচেতনতার জায়গা থেকেই বার বার নির্যাতিত হয়ে ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি।’

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লিখেছেন নূর।

এতে তিনি আরো লিলেখেন, সাধারণ ছাত্র তথা এ দেশের মানুষের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি, অধিকার আদায়ে ভবিষৎতেও নিজের জায়গা থেকে সোচ্চার থাকব। নূর কিংবা অন্য কেউ কী করেছে বা করবে সেটা বাদ দিয়ে নিজের জায়গা থেকে কী করতে পেরেছেন, করবেন সেটা আগে ভাবুন।

১৮ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ অর্থাৎ প্রতি ১৮ জনে ১ জন করে সচেতন ও দেশপ্রেমিক প্রতিবাদী মানুষ থাকলেও দেশের আজকের এই অবস্থা দেখতে হতো না।

আকাশ থেকে ফেরেশতা কিংবা পাতাল থেকে পরী এসে সমাজ-রাষ্ট্রের এ অন্যায়-অনিয়ম, বৈষম্য দূর করবে না, অধিকার আদায়ে নিজেদেরই সচেতন হতে হবে, লড়াই-সংগ্রাম করতে হবে।

নূর আরো লিখেছেন, শুধু অন্যের দোষ-ত্রুটি না খুঁজে, আগে নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হোন, দায়িত্বশীল হোন, অন্যকেও তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করুন। সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়ামিন/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়