ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বনানীতে আগুন : দুরন্ত টিভি ও রেডিও টুডের সম্প্রচার বন্ধ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বনানীতে আগুন : দুরন্ত টিভি ও রেডিও টুডের সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগায় পাশের ভবনে থাকা দুরন্ত টেলিভিশন ও রেডিও টুডের সম্প্রচার সাময়িক বন্ধ রাখা হয়েছে।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ভবনে আটকেপড়াদের উদ্ধারকাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুরে টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদে আশ্রয় নিয়েছে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ভবনের কাঁচ ভেঙে আটকেপড়াদের উদ্ধার করার চেষ্টা চলছে।

এরইমধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া, আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বিদেশী নাগরিকসহ সাতজন নিহত হওয়ার খবর জানা গেছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়