ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির নির্বাচিতরা সংসদে যাবেন না, প্রত্যাশা গ‌য়েশ্ব‌রের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির নির্বাচিতরা সংসদে যাবেন না, প্রত্যাশা গ‌য়েশ্ব‌রের

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যাবেন না বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকদের একজন গয়েশ্বর চন্দ্র রায়।

‌রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে তি‌নি ব‌লেন, ‘খালেদা জিয়ার আদর্শের কর্মী যারাই মনে করে তারা জয়লাভ করেছে।  আমি বিশ্বাস করি তারা সংসদে যাওয়া তো দূরের কথা, তার আশপাশ দিয়েও কেউ হাঁটবে না।  কারণ তারা সংসদের আশপাশ দিয়ে হাঁটলে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।  দলীয় নেতা-কর্মীর কথাতো বাদই দিলাম।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৩০০ আসনে কেউ জয়লাভ করে নাই, সুতরাং ৩০০ আসনে কেউ পরাজিতও হয় নাই।  কারণ জনগণ নির্বাচনে ভোট দেয় নাই।  নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে জনগণ।’

‘সুতরাং আমরা পরাজিত হয়নি।  যারা আছে তারা নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের মাধ্যমে ভোট চুরি করে আছে।  এই চুরির ভোটের ফলাফল জনগণ মানতে পারে না।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘নেত্রী জেলে থাকবে আর আমরা সংসদে গিয়ে মজা নেব, শেখ হাসিনাকে সন্তুষ্ট করব।  এমন ব্যক্তি বিএনপিতে আছে কি না, আমার জানা নেই।  যদি থাকে যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘আজকের আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তির জন্য।  গণতন্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে এই সরকার হটানো সম্ভব এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।’

‘আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী।  তিনি আপস করতে জানেন না।  নেত্রী জেলে থাকবে আর আমরা বাইরে থাকব, জেলে যাওয়ার ভয়ে আন্দোলন করতে পারব না।  আমাদের এই সিদ্ধান্ত পরিহার করতে হবে।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তারুজ্জামান বাচ্চু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২১ এ‌প্রিল ২০১৯/‌রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়