ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু ঈদের আগে উদ্বোধন

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু ঈদের আগে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, জনগণের যাতায়াতের সুবিধার জন্য ৯৩০ মিটার দীর্ঘ দ্বিতীয় মেঘনা সেতু এবং ১৪১০ মিটার দীর্ঘ গোমতী সেতু ঈদের আগেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দুটি উদ্বোধন করবেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা সেতুর টোল প্লাজায় অত্যাধুনিক ইলেকট্রিক টোল আদায় সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সচিব জানান, এ প্রক্রিয়ায় টোল প্লাজায় গাড়ি না থেমে নগদ অর্থ না দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও হাইওয়ে পুরিশের এসপি শফিকুল ইসলাম।



রাইজিংবিডি/নারায়নগঞ্জ/৩০ এপ্রিল ২০১৯/রাকিব/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়