ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৌদ্ধ পূর্ণিমায় নিশ্ছিদ্র নিরাপত্তা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৌদ্ধ পূর্ণিমায় নিশ্ছিদ্র নিরাপত্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ। তবে বৌদ্ধ পূর্ণিমার নিরাপত্তায় সুনির্দিষ্ট কোন শঙ্কা নেই বলে পুলিশের দায়িত্বশীলরা নিশ্চিত করেছেন। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক সভায় এ নিশ্চয়তা দেন তারা।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ প্রধান বলেন, ‘বৌদ্ধ পূর্ণিমার নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোন শঙ্কা নেই। নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার জন্য  নিরাপত্তা সংক্রান্ত প্রতিটি বিষয় বিশ্লেষণ করে বৌদ্ধ মন্দির কেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৌদ্ধ পূর্ণিমাকে নিয়ে কোন গোষ্ঠী বা মহল যাতে কোন ধরণের গুজব বা বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।’

আইজিপি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য সব পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সভায় সিদ্ধান্ত হয়, বৌদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং ব্লক রেইডের ব্যবস্থা করা হয়েছে। কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বৌদ্ধ ধর্মীয় নেতাদের সহায়তা নিয়ে বৌদ্ধ মন্দিরগুলো নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ব্যাগ, পার্স, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি সঙ্গে না আনার জন্য পূণ্যার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়