ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

ডেস্ক রিপোর্ট : জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক নীতিমালা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বুধবার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কার্যালয়ে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রথম ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহের মধ্য হতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান। ২য় ক্যাটাগরিতে মন্ত্রণালয়ের ১-১০ম গ্রেডের কর্মচারীদের মধ্য হতে উপ-সচিব (সিএ-২) রোকসিন্দা ফারহানা এবং ৩য় ক্যাটাগরিতে ১১-২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য হতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গোলাম সরোয়ারকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭’ প্রণয়ন করে। এই নীতিমালার আওতায় প্রতিবছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।

 


 

রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/ফিরোজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়