ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

সচিবালয় প্রতিবেদক : ১৪তম ওআইসি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র  পৌঁছে দেন বাংলাদেশে সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর। সৌদি বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, আমন্ত্রণের জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়ে সামিটে অংশ নেওয়ার সম্মতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বর্তমানে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক থাকার কথা বলেন শেখ হাসিনা।

বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে এ সময় উল্লেখ করেন তিনি। একই কথা বলেন সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়