ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পেন বাংলাদেশের স্বরচিত রচনা পাঠ ও ইফতার

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেন বাংলাদেশের স্বরচিত রচনা পাঠ ও ইফতার

নিজস্ব প্রতিবেদক : পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে স্বরচিত রচনা পাঠের আসর ও জমজমাট ইফতার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গ্রীন রোডে শনিবার পেন বাংলাদেশ এর প্রেসিডেন্ট কথাসাহিত্যিক মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পেন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান।

বিকেল থেকেই চলে কবিতা আবৃত্তি, গল্প বলা ও স্মৃতিচারণ। ইফতারের পরও চায়ের সাথে চলে সংক্ষিপ্ত আড্ডা। কবিতা পাঠ করেন কবি কাজী রোজী, কবি জাহিদুল হক, কবি আসলাম সানী, ড. মাহমুদুল আলম, মাহবুবা ফারুক, দিলদার হোসেন, গোলাম মোর্শেদ চন্দন, তাহমিনা শিল্পী, শাওন আসগর, ফারুক হোসেন, প্রমুখ|

বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ইসহাক খান, উইং কমান্ডার (অব.) সৈয়দ আহমেদ কবির, মেজর খোশরোজ সামাদ|

অনুষ্ঠানে সদ্য প্রয়াত কবি হায়াৎ সাইফের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়| অনুষ্ঠানে পেনের নির্বাহী প্রেসিডেন্ট কবি কাজী রোজীকে বাংলা একাডেমি পুরস্কার এবং প্রেসিডেন্ট মাসুদ আহমেদকে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক প্রাপ্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়!

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু জাফর, কর কমিশনার আসাদুজ্জামান, লিগাল ইকোনোমিস্ট শাহজাহান সিদ্দিকী, আন্তর্জাতিক সংগঠন ফ্রন্ট লাইন ডিফেন্ডারের এশিয়া কো-অর্ডিনেটর স্যায়ীদ আহমেদ, শ্যামলি খান, সন্তোষ নাথ, আলী নিয়ামত, আসলাম শিহির, শিমুল পারভীন, মার্জিয়া লিপি, সোহাগ সিদ্দিকী, শামসুদ্দিন হীরা, শাহেদ মন্তাজ, শাহাবুদ্দিন, সাইফ বরকতুল্লাহ, ড. আকন আবু বকর, তিথি আফরোজ, অপূর্ব কুমার প্রমুখ|



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়