ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টিকিটের দাম বেশি নেওয়ায় ৫ পরিবহনকে জরিমানা

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিকিটের দাম বেশি নেওয়ায় ৫ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে বাসের টিকিটের দাম বেশি নেওয়ায় পাঁচটি পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

রোববার রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে এই অভিযান চালানো হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এ বিষয়ে জানান, ঈদ উপলক্ষে পরিবহন সেক্টরে দৌরাত্ম দেখা যায়। পরিবহন সেক্টর একটা সেবা খাত, সেখানে টিকিটের মূল্য তালিকা কাউন্টারের সামনে রাখার কথা। এছাড়া বিআরটিএ থেকে নির্ধারিত মূল্যে ভাড়া নেওয়ার কথা। এসব না মানায় কে ট্র্যাভেলস, স্টার লাইন স্পেশাল লিমিটেড, ড্রিমলাইন পরিবহন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড ও আল বারাকা পরিবহনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সতর্কতা হিসাবে এবার তাদের অল্প জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমন অভিযোগ পেলে বেশি জরিমানা গুণতে হবে তাদের।’

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে হাজী হোটেলকে ২০ হাজার টাকাসহ ৮ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়