ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোনাবাড়ী-চন্দ্রা ফ্লাইওভার উদ্বোধন শনিবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোনাবাড়ী-চন্দ্রা ফ্লাইওভার উদ্বোধন শনিবার

সচিবালয় প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার দুটি আগামী ২৫ মে শনিবার উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভার দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

নির্দিষ্ট সময়ে ফ্লাইওভার নির্মাণ কাজ করছে কর্তৃপক্ষ। যাত্রীদের আশা ফ্লাইওভার দুটি চালু হলে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী আর চন্দ্রার দীর্ঘ যানজট থেকে রেহাই পাবেন তারা।

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এ অংশে ঘরমুখো মানুষের ভোগান্তি প্রতি বছরের। তাই ফ্লাইওভার খুলে দিলে ভোগান্তি কমবে আশা তাদের।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, মোট ২৫৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভার দুটি উদ্বোধন হলে এখানকার অসহনীয় যানযট থেকে মুক্তি মিলবে যাত্রীদের।

প্রসঙ্গত, কোনাবাড়ী ফ্লাইওভারটির দৈর্ঘ ১ হাজার ৬৪৫ মিটার ও চন্দ্রা ফ্লাইওভারের দৈর্ঘ ২৮৮মিটার।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/হাসান/ইভা  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়